ভোলার মনপুরায় ছাগল চুরির অভিযোগে বিএনপির ৫ কর্মী আটক

 

ভোলার মনপুরায় ছাগল চুরির অভিযোগে বিএনপির ৫ কর্মী আটক



ভোলার মনপুরায় এক ব্যবসায়ীর ছাগল চুরির অভিযোগে যুবদলের দুই নেতাসহ বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে রাম ছাগলটি চুরি হয়। স্থানীয়রা সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় যুবদল নেতা হুমায়ন মিঝির বাড়ি থেকে ছাগলসহ তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, আরও চারজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের যুবদল নেতা হুমায়ন মিঝি ও রিপন সর্দার, এবং বিএনপির কর্মী ফিরোজ রাঢ়ী, মনির রাঢ়ী ও রাজিব। তাদের সবার বাড়ি দক্ষিণ সাকুচিয়ার রহমানপুর গ্রামে।

চা ব্যবসায়ী সফিজল, যিনি ছাগলটির মালিক, বিকেল সাড়ে ৫টায় মনপুরা থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা দাবি করেন, হুমায়ন মিঝি তাদের সংগঠনের কেউ নন এবং মনপুরা উপজেলা যুবদলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধীদের সংগঠনের কোনো সমর্থন নেই।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, "সংঘবদ্ধ চোর চক্রটিকে ধরতে আমরা তৎপর ছিলাম। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং ছাগল মালিকের করা মামলার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Post a Comment

Previous Post Next Post