মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাই হত্যা: প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার
মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়ার চিত্রাশাইল এলাকা ও শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার আছমত আলী হাওলাদারের ছেলে হোসেন সরদার ও বাবলাতলা এলাকার হাছেন সরদারের ছেলে সুমন সরদার। নিহতদের চাচা হোসেন সরদার এই হত্যাকাণ্ডের মূল হোতা বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা নিস্তার আহমেদ বলেন, গত ৮ মার্চ রাতে হোসেনের নেতৃত্বে ৮০-৯০ জনের একটি দল সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে সাইফুল ও তার দুই ভাই সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তবে হামলাকারীরা তাদের সেখানেও কুপিয়ে হত্যা করে। পাশাপাশি চারটি বাড়িতে আগুন দিয়ে লুটপাট চালানো হয়।
এ ঘটনায় ১৪ মার্চ মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়ার চিত্রাশাইল থেকে হোসেন ও শরীয়তপুরের আরিগাঁও থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি বালুর ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

Post a Comment